মোবাইল ফোন গরম হয়ে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া রোধে যা করবেন


Why my mobile get hot and drain battery faster?, মোবাইল ফোন গরম হয়ে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া রোধে যা করবেন

কেনো আমার মোবাইল ফোন গরম হয়ে যায়?
কেনো ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়?
এর সমাধান কি?

আমরা প্রাসই দেখি যে ফোনে কথা বলতে বলতে আস্তে আস্তে কানের কাছে গরম অনুভব হয়। এবং এ গরম বাড়তে বাড়তে প্রায় ছাঁকা লাগার মতো অবস্থা তৈরি হয় যার ফলে ফোনটি কানের সাথে ধরে রাখাটাই মুশকিল হয়ে পরে। এই সমস্যা আমাদের কমবেশি প্রায় সকল স্মার্ট-ফোন ব্যবহারকারীদেরই হয়ে থাকে। একেক জন এই ফোন গরম হয়ে যাওয়াকে একেক ভাবে ব্যাখ্যা করে থাকেন। অনেকেই বলেন যে একটানা বেশিক্ষণ ফোন ব্যবহার করার কারণে, আবার অনেক বলেন ফোন বেশিক্ষণ চার্জে লাগিয়ে রাখার জন্য। কিন্তু ঠিক কি কারণে আপনার স্মার্ট-ফোনটি গরম হয়? আজকে আমরা সেসব বিষয়েই জেনে নিবো।


১. প্রসেসর ইন্টেনসিভ এপ্লিকেশন বা গেইমস:

প্রসেসরকে বলা হয়ে থাকে ফোনের 'হার্ট' বা "হৃদপিণ্ড" । মানুষের বেঁচে থাকার জন্য যেমন সবসময় হৃৎপিণ্ড সচল থাকা দরকার ঠিক তেমনি স্মার্ট-ফোন চালু রাখতে সবসময় চলতে থাকে প্রসেসর। প্রসেসর চলাকালীন তাঁর ভেতরের ইলেক্ট্রণগুলোয় তাপ উৎপন্ন হয়। ফোন ব্যবহার না করলে সেই তাপ কম হয়। কিন্তু ফোন ব্যবহার করলে সেই তাপ বেশি উৎপন্ন হয় আর তখন গরম ফোন বডিতে অনুভূত হয়। প্রসেসর ইন্টেন্সিভ এপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহারের ফলে প্রসেসরে বাড়তি চাপ পরে এবং এ ধরনের এপ্লিকেশন বা গেইমস একটানা অনেকক্ষণ ব্যবহার করলে প্রসেসর বাড়তি তাপ উৎপন্ন করে


২. দুর্বল বা খারাপ নেটওয়ার্ক :

আমরা আমাদের স্মার্ট-ফোনে যে অপারেটরের সিম কার্ড ব্যবহার করি অবস্থান ভেদে যদি সেই অপারেটরের নেটওয়ার্ক দুর্বল হয়ে থাকে তাহলে ও ফোন গরম হয়ে যেতে পারে এবং ব্যাটারি ড্রেন হতে পারে। ফোনে নেটওয়ার্ক সিগনাল যখন দুর্বল থাকে তখন প্রসেসর নেটওয়ার্ক চিপ কে বার বার নির্দেশ দিতে থাকে ভালো এবং স্টাবল নেটওয়ার্কে সংযুক্ত হবার জন্য। তাই নেটওয়ার্ক চিপ, প্রসেসর এবং আনুষঙ্গিক আরও ইন্টারনাল প্রসেস সমূহ খুব দ্রুত এবং কঠোর ভাবে শক্তিশালী একটি নেটওয়ার্ক খুঁজে সংযুক্ত হবার চেষ্টা করে যতক্ষণ না সংযুক্ত হতে পারে ততক্ষণ পর্যন্ত এই কর্মযজ্ঞ চালিয়েই যেতে থাকে। ফলে সহজেই ফোন গরম হয়ে যায় এবং ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।


৩. ব্যাটারি:

যতই দিন যাচ্ছে উন্নত হচ্ছে স্মার্ট ফোনের প্রসেসর, র‍্যাম, স্টোরেজ এবং নতুন স্মার্ট-ফোনের মডেল গুলোকে যতটা সম্ভব স্লিম করে তৈরি করা হচ্ছে। কিন্তু সেই তুলনায় উন্নত হচ্ছে না ব্যাটারি। ফলে ফোন চার্জ দেওয়ার সময় বা একটানা ব্যবহার হলে বেশি গরম হয়ে যাচ্ছে ব্যাটারি। সেই উষ্ণতা অনুভূত হচ্ছে ফোন বডিতেও।


ঠিক কতখানি গরম হলে ধরে নিবেন যে আপনার ফোন অনেক গরম হচ্ছে?

মোটামুটি সব স্মার্ট-ফোনই গরম হয়। আর ফোন গরম হওয়া মানেই বিপদ নয়। স্বাভাবিক ভাবে সব ফোনই কাজ করার সময় ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস গরম হয়। যেটার অনুভূতি ফোনের বডি ভেদে ভিন্ন হতে পারে, যেমন প্লাস্টিক বডির ফোন গুলো ভিতরে অনেক গরম হলেও আপনি স্পর্শ করে ততটা গরম অনুভব করবেন না। অন্যদিকে, মেটাল বটি দিয়ে তৈরি ফোনগুলো ভিতরে সামান্য গরম হলেই বাইরে স্পর্শে আপনার কাছে মোনে হবে প্রচুর গরম হয়েছে। কিন্তু  আপনি ফোনে কোন কাজ করছেন না, অনেকক্ষণ ধরে স্ট্যান্ড বাই মোডে আছে তারপরও ফোন হাতে নিয়ে দেখলেন গরম হয়ে আছে তবে বুঝতে হবে ফোনে কিছু সমস্যা হচ্ছে।


সমাধান কি?

স্মার্ট-ফোন গরম হচ্ছে মানেই ফোন আর ব্যবহার করা যাবে না এমনটা মোটেই নয়। প্রথমেই আমাদেরকে ফোন কেনও গরম হচ্ছে সেটার কাড়ন ও প্রতিকারের উপায়টা খুঁজতে হবে। নিচে বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা নিজেরাই প্রাথমিক ভাবে ফোন গরম হওয়ার কারণ ও এর প্রতিকার করতে পারি।


১. স্মার্ট ফোন থেকে অপ্রয়োজনীয় এপ্লিকেশন বা সফটওয়্যার ডিলিট করে দিন। বিভিন্ন অপ্রয়োজনীয় সফটওয়্যার সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রসেসরকে ব্যস্ত রাখে তারফলে প্রসেসর গরম হয়ে যায়।

২. ফোনে থাকা অ্যাপসগুলো নিয়মিত আপডেট করুন। বেশ পুরনো ভার্সনের অ্যাপসগুলো ব্যবহার করলে তা কখনও কখনও ঠিকভাবে কাজ না করে ফোনে উত্তাপ বাড়ায়। 

৩. খেয়াল রাখুন ব্যাগগ্রাউণ্ডে কোনও অ্যাপস চলছে কিনা। ব্যাগগ্রাউণ্ডের অ্যাপলিকেশন সবসময় বন্ধ করে রাখবেন।

৪. কোনও কিছু ডাউন-লোড করার সময় ফোনে  যাতে পর্যাপ্ত চার্জ থাকে। যখন চার্জ কম থাকবে তখন ডাউন-লোড করলে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় ও ফোন গরম হয়ে যায়।

৫. স্মার্ট-ফোনের র‍্যাম ও ক্যাশ মেমরি দিনে কিছুক্ষণ পরপর পরিষ্কার করবেন। এটা করার জন্য প্লে-স্টোরে বেশ কিছু ভালো ভালো অ্যাপস আছে সেগুলোর যেকোনো একটা ডাউন-লোড করে নিতে পারেন। তবে সাবধান থাকবেন যাতে এ জাতীয় অস্বাভাবিক কোনও অ্যাপস না নামিয়ে ফেলেন।

৬. দিনে একবার বা দুবার ফোন রিস্টার্ট দিন। এর ফলে ফোনে অস্বাভাবিক কোনকিছু চলতে থাকলে সেগুলো থেকে পরিত্রাণ পাবেন।

৭. ফোনে হিট বাড়ায় এমন কভার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। বাজারে গরম শুষে নিতে পারে এমন কভার পাওয়া যায় যেগুলো ব্যবহার করতে পারেন।

৮. দুর্বল ওয়াইফাই নেটওয়ার্কে প্রয়োজন ছাড়া কানেক্ট হবেন না, এবং খুব নিম্নমানের মোবাইল নেটওয়ার্ক সিগনালে যতক্ষণ থাকবেন সম্ভব হলে ততক্ষণ ফোন উড়োজাহাজ মোডে দিয়ে রাখুন।

৯. সরাসরি সূর্যের আলোয় বা গরম কক্ষে ফোন বন্ধ রাখুন।

১০. সব চেষ্টার পরেও যদি গরম হওয়া না কমে বা ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে ফোন রিসেট করুন।



ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* দয়া করে স্পামিং করবেন না। সকল কমেন্টই এডমিনদ্বারা রিভিউ করা হয়ে থাকে.